নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ আয়োজনের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মার্চ) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ এলাকায় ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইউনুস মিয়া এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল।
প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফজলু মেম্বার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ মেম্বার
- বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান
- বৈদ্যেরবাজার ইউনিয়নের সাবেক গ্রাম সরকার আলাউদ্দিন
- বৈদ্যেরবাজার ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা মো. হোসেন
- পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী
- বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন
- সনমান্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোকবুল হোসেন
- বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান
- পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাকিল সিকদার
এছাড়াও বৈদ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের নেতা নাছির উদ্দিন, নবির হোসেন, মোমেনসহ স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।
বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।