বন্দরের নাসিক ২৪ নং ওর্য়াডের কামাল উদ্দিন মোড় এলাকার বিশেষ ট্রাইবুনাল, হত্যাসহ একাধিক মামলার আসামি নিয়াজ উদ্দিন আহমেদ (৫২)কে এলাকাবাসী আটক পূর্বক সোনারগাঁ থানায় হস্তান্তর করেন। গতকাল শনিবার ১মার্চ দুপুরে বন্দরের আমিন আবাসিক এলাকা হতে নিয়াজ উদ্দিন আহমেদকে আটক পূর্বক সোনারগাঁ থানায় হস্তান্তর করেন। নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার মৃত ইউসি মহিউদ্দিন আহমেদের ছেলে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় বিশেষ ট্রাইবুনালে মামলা রয়েছে। যে মামলায় নিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন শামীম ওসমানের ব্যবসায়ীক পার্টনার। এছাড়া সোনারগাঁ থানায় হেফাজত কর্মী হত্যা মামলা, সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানায় ছাত্র জনতার বৈষম্যের বিরোধী আন্দোলনের ও জমি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। নিয়াজ উদ্দিন সাবেক এমপি শামীম ওসমানে ঘনিষ্ট ও ব্যবসায়ীক পাটনার।
নিয়াজ উদ্দিন আহমেদকে গ্রেফতার ও তার কবল হতে মসজিদের জায়গা রক্ষার জন্য এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন সুরয়া হয়নি।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, আমি এ বিষয়ে অবগত রয়েছি। আমি এসপি অফিসে আছি। খরব পেয়েছি এলাকাবাসী নিয়াজ নামের একজনকে আমাদের থানায় দিয়েছে। উনি আটক আছেন।