নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজান মাস চলছে, আর এ সময়ে ইফতারের অন্যতম প্রধান আকর্ষণ তরমুজ। সোনারগাঁয়ের বিভিন্ন হাট-বাজারে এখন তরমুজের সরবরাহ বেশ ভালো থাকলেও দাম রয়েছে চড়া। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান, এ বছর তরমুজের উৎপাদন ভালো হলেও পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, যার ফলে খুচরা বাজারেও দাম বাড়তি।
সোনারগাঁয়ের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের তরমুজ প্রতি কেজি ৬০-৭০ টাকা এবং বড় আকৃতির তরমুজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক ক্রেতা অভিযোগ করছেন, রোজার শুরুতে দাম আরও বেশি ছিল, এখনো সহনীয় হয়নি।
স্থানীয় এক বিক্রেতা জানান, “আমাদের কাছে পর্যাপ্ত তরমুজ আছে, কিন্তু ঢাকার পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
ইফতারি হিসেবে তরমুজের চাহিদা বরাবরই বেশি। বিশেষ করে সারা দিনের রোজার পর ঠান্ডা ও রসালো এই ফল খেলে তৃপ্তি মেলে বেশি। তাই উচ্চমূল্য সত্ত্বেও ক্রেতারা কিনতে বাধ্য হচ্ছেন।
ভোক্তারা আশা করছেন, রমজানের মাঝামাঝি বা শেষের দিকে তরমুজের দাম কিছুটা কমবে এবং সবাই সহজে এই সুস্বাদু ফল উপভোগ করতে পারবেন।