নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ব্রাক্ষণবাওগাঁ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘবদ্ধ হামলায় তিনজনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্রাক্ষণবাওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— মৃত আলী আকবরের ছেলে দৌলত মিয়া, সাদ্দাম মিয়া ও আওলাদ মিয়া।
ভুক্তভোগী দৌলত মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে তার ছোট ভাই সাদ্দাম মিয়া অটোরিকশা নিয়ে বাড়ির সামনে পৌঁছালে মুক্তার হোসেন, শহিদুল্লা, মামুন, সোহেল, মুক্তার জাকিরসহ ১০-১৫ জনের একটি দল তাকে গতিরোধ করে। তারা সাদ্দামকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ সময় দৌলত মিয়া এগিয়ে গেলে হামলাকারীরা তাকে চাপাটি দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়া, ৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আজিজের স্ত্রী জুমা আক্তারকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দৌলত মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
দৌলত মিয়া আরও জানান, হামলাকারীরা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে, যার ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।