নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ (বুধবার) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড (এফভিপি) মাহবুবুল হাসান, সোনারগাঁ শাখার হেড (এভিপি) মোস্তাফিজুর রহমান, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ আলম এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯৬ নং পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন,
“এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই আধুনিক ব্যাংকিং সেবা পাবেন। আগে টাকা উত্তোলনের জন্য ঢাকা যেতে হতো, কিন্তু এখন এজেন্ট ব্যাংকের মাধ্যমে সহজেই নিকটস্থ স্থান থেকে সেবা গ্রহণ করা যাবে। ব্যাংক এশিয়া দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক, যা উন্নত সেবা প্রদান করছে। সবাইকে ব্যাংকের সঙ্গে যুক্ত থেকে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানাই।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।