নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তার সুপরিচিত রেস্টুরেন্ট কলাপাতা অংশীদার মমিনুল মোমেন শিকদার বিরুদ্ধে কর্মচারীদের সাথে দুর্ব্যবহার ও ক্যাশ থেকে হিসাব বহির্ভূত অর্থ আত্মসাতের অভিযোগ তুলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। প্রতিষ্ঠানটির অন্য সদস্য হলেন মাহবুব মামুন শিকদার ও মোতাহার মাসুম শিকদার।
নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. মেহসিন হাসান দিপু স্বাক্ষরিত এ নোটিশে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা ও অংশীদারত্ব বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
২০১০ সালে প্রতিষ্ঠিত কলাপাতা ২০২৪ সালের জানুয়ারি থেকে নতুন চুক্তিতে পরিচালিত হয়, যেখানে মোমেন শিকদার ৩০% বিনিয়োগকারী ও উপদেষ্টা, আর অন্যান্যরা ৭০% বিনিয়োগকারী ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পান।
অভিযোগ অনুযায়ী, মোমেন শিকদার ক্যাশ থেকে অবৈধভাবে টাকা গ্রহণ এবং ম্যানেজারকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করেছেন। এছাড়া, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলাপাতা ব্র্যান্ড রেজিস্ট্রেশনে নিজের নাম অন্তর্ভুক্ত করেন এবং অন্যদের জোরপূর্বক স্বাক্ষর দিতে বাধ্য করেন।
এ বিষয়ে মোমেন শিকদার বলেন, নোটিশ পাননি, ক্যাশ থেকে অবৈধ টাকা নেওয়ার অভিযোগ সত্য নয় এবং নোটিশ পেলে জবাব দেবেন।