নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ সভা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
প্রধান অতিথি বলেন, “নারীরা শিক্ষিত হলে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে হবে এবং বৈষম্য দূর করতে হবে।” তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সাহসী ভূমিকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সেগুপ্তা মেহনাজ, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, আইসিটি অফিসারসহ দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বান জানান।