নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন এলাকায় একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার দুপুরে হ্যানোচ হুক এন্ড আই ফাস্টেনার বাংলাদেশ লিমিটেডের বালু ভরাটের সময় বিএনপি কর্মী সামসুজ্জামান ও আমিনুল ইসলাম শরীফের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষে ৪ রাউন্ড গুলি ও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন মৌজায় ওটমা গ্রামে ৭শ শতাংশ জমি ক্রয় করে হ্যানোচ হুক এন্ড আই ফাষ্টেনার বাংলাদেশ লিমিটেড নামের একটি কোম্পানি পূর্নাঙ্গ গার্মেন্ট এক্সেসরিজ কারখানা গড়ে তোলার জন্য বালু ভরাট কাজ শুরু করে। বালু ভরাটের জন্য স্থানীয় মঞ্জুর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক বিএনপি কর্মী মো. সামসুজ্জামানের সঙ্গে চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী ড্রাম ট্রাকের মাধ্যমে বালু ভরাট শুরু করে। শনিবার সকালে বালু ভরাট কাজ শুরু করে। এক পর্যায়ে বিএনপি কর্মী আমিনুল ইসলাম শরীফের নেতৃত্বে সেলিম মিয়া, শহীদ মিয়া, ওয়াসিম, সোহেল, রমজান, আশরাফুল শাহজালালসহ ৩০-৩৫ জনের একটি দল ৪ রাউন্ড ফাঁকা গুলি ও তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয়। এ সময় লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার পর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জিং জেলং বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে আসামি করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিএনপি কর্মী সামসুজ্জামান অভিযোগ করেন, শরীফ ভাড়াটে সন্ত্রাসী এনে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাজ বন্ধ করেছে। অপরদিকে, আমিনুল ইসলাম শরীফ দাবি করেন, বালু ভরাটে তাদের অংশীদার না করায় তারা প্রতিবাদ করেছেন, তবে গুলি ও বিস্ফোরণের ঘটনা অস্বীকার করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।