নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের রাউতগাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ মোসাম্মৎ বাঁধন (১৮) রাউতগাঁও এলাকার মো. বাদল মিয়ার মেয়ে। নিহতের পরিবার জানিয়েছে, ছয় মাস আগে পার্শ্ববর্তী পেচাইন এলাকার মো. রাকিব (৩০) এর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বাঁধনের বিয়ে হয়। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহতের ফুফু জানান, গত ৪ মার্চ সন্ধ্যায় বাঁধনের বাবার কাছ থেকে তিনি জানতে পারেন যে বাঁধন অসুস্থ। পরে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে বাঁধনের ননদ ও ননদের স্বামী ছাড়া কাউকে পাননি। এরপর বাঁধনের ননদ ও তিনি তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চার দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ ৯ মার্চ সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বাঁধনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতের পরিবারের দাবি, স্বামী রাকিবই তাকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।