নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় জমিরিয়া শামসুল উলুম মাদরাসার ইফতার মাহফিল গতকাল রোববার মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। জমিরিয়া শামসুল উলুম মাদরাসার দারে আরকাম ছাত্র পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
জমিরিয়া শামসুল উলুম মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী সেলিম রেজার সভাপতিত্বে ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভার সাবেক কমিশনার ফারুক আহমেদ তপন। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের প্রভাষক ফাহাদ বিন আহসান। বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ মনির হোসেন, সাংবাদিক আনিসুর রহমান, ব্যবসায়ী মোজাম্মেল হক মোল্লা, জমিরিয়া শামসুল উলুম মাদরাসার ক্যাশিয়ার হাজী আব্দুল হান্নান, সাব পোস্টমাস্টার আব্দুর রাজ্জাক খাঁন, ব্যাবসায়ী মোঃ ছগির আহম্মদ, মোঃ হুমায়ুন কবির, আসাদুজ্জামান, মাওলানা রফিক মাহমুদী, শামসুল হক বেপারী, মোহাম্মদ বদুন প্রমুখ। এসময় জমিরিয়া শামসুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাফাজ্জল হোসেন ফরিদী দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন।
পরে মাদরাসার ছাত্র, শিক্ষক ও অতিথিরা ইফতারে অংশগ্রহন করেন।