নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে গৃহবধূ গণধর্ষণ মামলার অন্যতম আসামী মো. অয়ন (২২) কে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত ১১ মার্চ ২০২৫ তারিখে গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. অয়নকে গ্রেফতার করা হয়।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ
এজাহার সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা রিনা বেগম (৪০) পেশায় এক বিয়েবাড়ির বাবুর্চির সহকারী। গত ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ৮টার দিকে অসুস্থ বোনকে দেখতে নারায়ণগঞ্জের মদনপুরে “দি বারাকাহ হাসপাতাল”-এ যান তিনি। হাসপাতাল থেকে ফেরার পথে রাত সাড়ে ১১ টার দিকে সোনারগাঁও পৌরসভার চিলারবাগ এলাকায় সজীব, হাসান, অয়নসহ আটজন তাদের পথরোধ করে।
অপরাধীরা রিনা বেগম ও তার দেবর কামাল হোসেনকে জোরপূর্বক একটি পরিত্যক্ত টিনসেড ঘরে নিয়ে গিয়ে কামাল হোসেনকে মারধর করে এবং তার কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা রিনা বেগমের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে তাকে জোরপূর্বক গণধর্ষণ করে।
পরবর্তীতে, নির্যাতনের শিকার রিনা বেগম বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-৩৯, তারিখ-২৬/০২/২০২৫)।
অপরাধীর বিরুদ্ধে চলমান মামলা
গ্রেফতারকৃত মো. অয়ন এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
পরবর্তী আইনি ব্যবস্থা
গ্রেফতারকৃত মো. অয়নকে আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।