নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: দেশে অব্যাহত নারী সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছেন সোনারগাঁ নাগরিক সমাজ নামে একটি সামাজিক সংগঠন।
বুধবার সকালে সোনারগাঁ উপজেলার সোনারগাঁ প্রেস ক্লাব সংলগ্ন মডেল মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁ নাগরিক সমাজ এর আহ্বায়ক ফরিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার পনির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধক্ষ্য আবু হানিফ, মোগরাপাড়া ইউনিয়ন সমন্বয়ক পুলিন ভূইঁয়া, পৌরসভা সমন্বয়ক সেলিম মিয়া, সদস্য শহিদুল ইসলাম, কবির হোসেন, ইউসুফ আলী, ওমর ফারুক ও রওশন জাহান সুলতানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক রফিকুল ইসলাম বিপ্লব, লেখক শাহদাত হোসেন চৌধুরী শিপন, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, সদস্য শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির হোসেন, নিটল, মশিউর রহমান ও সাংবাদিক মাসুম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে অব্যাহত ভাবে নারী সহিংসতা, খুন ও ধর্ষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। যা উদ্বেগজনক। দ্রুত এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রনে আনুন। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশে দ্রুত স্থিতিশীলতা না এলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।