নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চেঙ্গাইন ও ললাটি এলাকায় ১শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। বুধবার (১২ মার্চ) দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ। এ সময় তিনটি খানাঢুলী কারখানা, একটি মশার কয়েল কারখানা, ছয়টি ওভেনসহ ১৩৫০ ও ৪০০ সিএফটি গ্যাস সংযোগ এবং ৫০০টি বাড়ির প্রায় ১০০০ চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া ৪০ ফিট দৈর্ঘ্যের ২” ডায়া পাইপ ও ১০০ ফিট ৩/৪” ডায়া এমএস পাইপ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কেটে ফেলা (কিলিং) হয়।
তিতাস গ্যাস কতৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।