নিউ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় সনমান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৫) সনমান্দী ইউনিয়নের ঈমানের কান্দী মাদ্রাসায় এতিম ছাত্র ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সফলতা কামনা করেন।