নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ইছবগঞ্জ মাঝিপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী কৃঞ্চ চন্দ্র বাড়ৈ জানান, বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার ফার্নিচারের দোকানে এসে তপু দাস কাঠ চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তপু দাসসহ ১০-১৫ জনের একটি দল তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার মাথায় কোপ দিলে ১৫টি সেলাই দিতে হয়। তার চিৎকার শুনে ছেলে সমির চন্দ্র ও সাজু চন্দ্র এবং স্ত্রী এগিয়ে এলে তাদেরও লাঠিসোটা ও লোহার রড দিয়ে আক্রমণ করা হয়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল ও ফার্নিচারের ক্যাশে থাকা ১ লাখ ৩৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় তপু দাস, বিজয় চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস, বন্যা রানী দাস, বেবী রানী দাসসহ ১০-১৫ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ভুক্তভোগীদের পক্ষে মায়া রানী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।