নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে উর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী পারভেজ (২৮) ও শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে।
ভুক্তভোগী উর্মি আক্তার গত ৯ মার্চ সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তবে মামলা গ্রহণ না করায় ১৪ মার্চ তার পরিবার নারায়ণগঞ্জ জেলা আদালতে মামলা করে।
উর্মির অভিযোগে জানা যায়, উপজেলার কুরবানপুর এলাকার মাদলাপাড়া গ্রামের ছায়েব আলীর ছেলে পারভেজের সঙ্গে নয় মাস আগে তার বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল দেওয়া হলেও কিছুদিন পর পারভেজ আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করেন।
স্থানীয়রা উর্মিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান, অভিযোগের তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।