নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: অরাজনৈতিক সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজ এর উদ্যোগে নাগরিক সমাজের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করাসহ পৃথিবীর সকল মুসলমানদের শান্তি ও সুরক্ষার জন্য দোয়া করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ নাগরিক সমাজ এর আহ্বায়ক ফরিদ হোসেন, সদস্য সচিব খন্দকার পনির, কোষাধক্ষ্য আবু হানিফ, মোগরাপাড়া ইউনিয়ন সমন্বয়ক পুলিন ভূইঁয়া, পৌরসভা সমন্বয়ক সেলিম মিয়া, কমান্ডার শহিদ, ইমরান, নুরে আলম, শহিদুল ইসলাম, কবির হোসেন, ইউসুফ আলী, ওমর ফারুক, আইয়ুব হোসেন সুমন, শরীফ হোসেন, ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, সদস্য শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির হোসেন, নিটল, মশিউর রহমান ও সাংবাদিক মাসুম, দেলোয়ার হোসেন, কামাল হোসেন, নাজমুল খোকনসহ অন্যান্য সদস্যরা।