নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য কামনায় আয়োজিত এ মাহফিলে কাঁচপুর ইউনিয়নের সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।
১৬ মার্চ (রবিবার) বিকেলে কাঁচপুর এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রোমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান, তাইজুল ইসলাম সরকার, হাজী মজিদ খান, পীর মোহাম্মদ পীরু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফজল হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন।
এছাড়াও কাঁচপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ হানিফ, জসিম, জুয়েল, ইকবাল, ইমরান, ফারুক, আব্দুর রবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতারা বিএনপির চলমান রাজনীতি, দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের ভবিষ্যৎ এবং দলীয় ঐক্য জোরদার করার বিষয়ে আলোচনা করেন। দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি
(কাঁচপুর ইউনিয়ন বিএনপি)