নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক চৌরাস্তা থেকে উদ্ধবগঞ্জ যাওয়ার পথে দৈলেরবাগ জামে মসজিদের সামনে একটি বড় গর্তের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও রোজাদাররা।
বেহাল রাস্তা, দুর্ভোগ চরমে
গর্তটি সড়কের মাঝখানে হওয়ায় প্রতিদিনই যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন চলাচলের সময় গর্তে আটকে গিয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে তুলছে। বিশেষ করে ইফতারের সময় যানজটের সৃষ্টি হওয়ায় রোজাদাররা ভীষণ কষ্টের সম্মুখীন হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কার করার জন্য কয়েকদিন ধরে কাজ করছে ঠিকাদার। অথচ মসজিদের সামনে বিশাল গর্তটি সংস্কারের কোন উদ্যোগ নেই। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষার আগে যদি গর্তটি সংস্কার না করা হয়, তবে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
ত্বরিত সংস্কারের দাবি
সোনারগাঁয়ের ভুক্তভোগী সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ যাত্রী ও রোজাদাররা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
(প্রতিবেদক: সোনারগাঁ প্রতিনিধি)