নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় শিহাবসহ তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। একইসঙ্গে তাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গত ১৭ মার্চ (সোমবার) সন্ধ্যার পর ধন্দীবাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিহাব জানান, তিনি ও তার বন্ধু দিপু বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে কিশোর গ্যাংয়ের সদস্য সেলিমের নেতৃত্বে আসিফ, সৌরভ, মুঞ্জ, ইমরান, শাহিন, রায়হান, মাহিমসহ আরও ১০-১২ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের হামলা চালায়। এসময় হামলাকারীরা শিহাবের কাছ থেকে ২ লাখ টাকা ও একটি iPhone 16 Pro Max ছিনিয়ে নেয়। এছাড়া দিপুর কাছ থেকে ৫,৫০০ টাকা এবং ইমরানের কাছ থেকে ১৮,০০০ টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হুমকি ও অভিযোগ:
শিহাব অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং তারা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
এ ঘটনায় শিহাব বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।