নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারীকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা রেঞ্জের ডিআইজি একে এম আওয়াদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) আসিফ ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওসি আবদুল বারীকে বিভিন্ন কারণে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে ঢাকা রেঞ্জ অফিসে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, ওসি আবদুল বারী সোনারগাঁ থানায় দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি টাকা নিয়ে নির্দোষ ব্যক্তিদের বিভিন্ন মামলায় ফাঁসাতেন এবং প্রকৃত অপরাধীদের ছাড়িয়ে দিতেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের আসামি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া, ধর্ষণ মামলার প্রকৃত আসামিদের রক্ষা করে নিরীহ ব্যক্তিদের সাজিয়ে গ্রেফতার দেখানোরও অভিযোগ রয়েছে।
এছাড়া, স্থানীয় প্রভাবশালী নেতাদের তদবিরে সাধারণ মানুষকে গ্রেফতার করে আওয়ামী লীগের বড় নেতা বানিয়ে আদালতে চালান দেওয়ার ঘটনাও ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের কারণে তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।