বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মো. সিরাজুল ইসলাম মাস্টারের মৃত্যুতে সোনারগাঁ নাগরিক সমাজ গভীর শোক প্রকাশ করছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ছিলেন সোনারগাঁয়ের শিক্ষা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর অসামান্য অবদান, দেশপ্রেম, এবং শিক্ষার প্রসারে তাঁর অনন্য ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
সোনারগাঁ নাগরিক সমাজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।