নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: রমজানের ২০তম দিনে ছুটির সুযোগ কাজে লাগিয়ে সোনারগাঁয়ের ঈদবাজারে উপচেপড়া ভিড় দেখা গেছে। বড় বড় শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান—সবখানেই কেনাকাটার ধুম লেগেছে। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।
উপজেলার সবচেয়ে জনবহুল ও বাণিজ্যিক এলাকা মোগরাপাড়া চৌরাস্তা ঘুরে দেখা যায়, শপিং মল ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ঢল নেমেছে। ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে পরিবার-পরিজন নিয়ে বাজারে এসেছেন অনেকেই।
ঈদের কেনাকাটা করতে আসা নাদিয়া বলেন, “সারা বছর অপেক্ষা করি ঈদ শপিংয়ের জন্য। মার্কেটে আসতে দেরি করায় অনেক ভিড় পেয়েছি, তবে পছন্দের পোশাক কিনতে পেরে ভালো লাগছে।” তিনি জানান, নিজের কেনাকাটার পাশাপাশি ছেলে-মেয়ে শশুর শাশুরী ও স্বামীর জন্য কেনাকাটা করেছেন
বিগবাজারের মালিক মোশাররফ হোসেন জানান, “ঈদের মৌসুমে আমাদের ব্যবসার প্রধান সময়। এবারও ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। বিক্রিও আগের চেয়ে ভালো হচ্ছে।”
এদিকে, উপজেলার শিল্পনগরী কাঁচপুর এলাকায়ও ঈদের বাজার বেশ জমজমাট। সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। কাঁচপুর যেহেতু একটি শিল্প এলাকা, তাই এখানে মার্কেটের তুলনায় ফুটপাতে কেনাকাটার ভিড় বেশি লক্ষ করা গেছে। ছুটির দিনে গার্মেন্টস ও শিল্প শ্রমিকরা পরিবারের জন্য নতুন জামা-কাপড় কেনার জন্য দোকানে দোকানে ঘুরছেন। কারণ, ঈদের ছুটিতে তারা নাড়ির টানে বাড়ি ফিরবেন, তাই আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন।
ফুটপাতে ঈদের পোশাক কিনতে আসা মনিষা বলেন, “এখনও বেতন-বোনাস পাইনি, কিন্তু সময়ও কম। তাই ছুটির দিনে নিজের জমানো টাকা দিয়ে পরিবারের জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করছি।”
ব্যবসায়ীদের মতে, ঈদ যত ঘনিয়ে আসবে, কেনাকাটার পরিমাণ ততই বাড়বে। বিশেষ করে শেষ মুহূর্তে বাজার আরও জমজমাট হবে বলে তারা আশা করছেন।