নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে দারে আরকাম ছাত্র পাঠাগার আয়োজিত ইফতার মাহফিল গতকাল শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় জমিরিয়া শামসুল উলুম মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মাদরাসা ছাত্র সংগঠন দারে আরকাম ছাত্র পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
পাঠাগারে সভাপতি উজ্জল হোসেন মাসুমের সভাপতিত্বে ও মুহাম্মদ শরীয়তুল্লাহ ফরিদীর ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী সেলিম রেজা। প্রধান মেহমান ছিলেন সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিল ফারুক আহমেদ তপন। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেল। এসময় সাংবাদিক মোঃ মনির হোসেন, শাখা পোস্ট মাষ্টার আব্দুর রাজ্জাক খাঁন, সমাজ সেবক উলফাত হোসেন, দারে আরকামের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম, সদস্য রাজিবুল হাসান, ওয়াসিম আকরাম, মোঃ বিল্লাল হোসেন, ফসিউল আলম রানা সহ মাদরাসার শিক্ষার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জমিরিয়া শামসুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা তাফাজ্জল হুসাইন ফরিদী দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন।