নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর এলাকার শীর্ষ ডাকাত ৬ মামলার আসামী রকমতুল্লাহকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর ছয়হিস্সা এলাকায় এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রকমতুল্লাহ ওই এলাকার মৃত আবদুল রকমানের ছেলে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, রকমতুল্লাহর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা উন্নয়নে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।