পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বপ্নজয়ী বাংলাদেশ এর উদ্যোগে স্বপ্নজয়ী পাঠশালার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়। আজ সকালে উপজেলার সাহাপুর এলাকায় সোনারগাঁ মহিলা সমবায় সমিতির মার্কেটের নিচ তলায় “স্বপ্নজয়ী পাঠশালা ” ক্যাম্পাসে সমিতির সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমার সভাপতিত্বে ইদ সামগ্রী বিতরন করা হয়।
ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহিলা সমবায় সমিতির সাধারন সম্পাদক রোকসানা আক্তার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ রুনা আক্তার, স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষক রোজী আক্তার, দলিল লিখক মোস্তাক আহমেদ, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কোহিনুর ইসলাম রুমা বলেন, বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন এর সার্বিক তত্ত্বাবধানে স্বপ্নজয়ী পাঠশালা পরিচালিত হয়ে আসছে। তিনি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কোমলমতি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় সমিতির উদ্যোগে সকল শিক্ষার্থীদের মাঝে ইদসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও আমরা স্বপ্নজয়ী বাংলাদেশের উদ্যোগে অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষকে সহযোগিতা করা, মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা তৈরি, দরিদ্র ও পথশিশুদের শিক্ষাসামগ্রী উপহার, নিরক্ষরতা দূরীকরণ, সেচ্ছায় রক্ত দান, শীতার্ত ব্যাক্তিদের কম্বল বিতরণ, জলবায়ু পরিবর্তন ও সমাজ কল্যাণ মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।