নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. ওয়াহিদুর রহমান মিল্কী বলেছেন, “যে কোনো মূল্যে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে।” তিনি জানান, আসন্ন জুলাই আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না, ঈদের পর সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। তিনি পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে ৩৬ জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণঅধিকার পরিষদের নেতাদের সহযোগিতার আশ্বাস দেন।
গণঅধিকার পরিষদের নেতা আবু যর গিফারি বলেন, “জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কারণেই আজ মানুষ মন খুলে কথা বলতে পারছে।” ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁয়ের সেক্রেটারি মাওলানা মো. ফারুক আহমেদ আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ অঞ্চলের বারদী ও নোয়াগাঁও ইউনিয়নের তত্ত্বাবধায়ক মাওলানা ডা. আবু বকর রোমান বলেন, “যেভাবে সবাই মিলে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম, সেভাবেই মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।”
সনমান্দী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো. কবির হোসেন বলেন, “আমরা আর বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেব না।”
গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারদী ইউনিয়ন সভাপতি মো. মজিবুর রহমান, সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, গণঅধিকার পরিষদের সোনারগাঁ উপজেলার নেতৃবৃন্দ, ছাত্রদল, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।