নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা কৃষক দলের উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের সহযোগিতায় বারদী ইউনিয়নের নদীবেষ্টিত ৬নং ওয়ার্ডের মায়াদ্বীপ, নূনের টেক এলাকায় ২০০ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন বারদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হোসেন দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলু মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মিলন, বারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা ওহাব, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সুমন মোল্লা ও রোকনুজ্জামান।
এছাড়াও বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ, সাধারণ সম্পাদক ইসমাইল, বারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির নেতা ইব্রাহিম, আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার বিতরণ কার্যক্রমে বক্তারা বিএনপির রাজনীতি ও জনসেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।