সোনারগাঁওয়ে সাবেক কমিশনারের বাড়িতে ডাকাতির হুমকি
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামে সাবেক কমিশনার হাজী আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে অজ্ঞাত চিঠি দেওয়া হয়েছে।
গত ২৫ মার্চ প্রথমবার এ ধরনের চিঠি ফেলা হয়, এরপর ১ এপ্রিল গভীর রাতে আবারও বাড়ির দেয়ালে হুমকিসংবলিত লেখা পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, “আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু।”
এ ঘটনায় আতঙ্কিত পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। ভুক্তভোগীরা জানান, তাদের কোনো শত্রুতা নেই, তবে জায়গা-জমি সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. মফিজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”