নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে সম্প্রতি ধরা পড়ছে একটি ব্যতিক্রমী ধরনের চেউয়া মাছ, যেটিকে স্থানীয় জেলেরা বলছেন ‘কুত্তা চেউয়া’। মাছটির অদ্ভুত চেহারা ও গঠন দেখে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ আগ্রহ নিয়ে কিনেও নিচ্ছেন। বৈদ্যেরবাজার ঘাটে গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছে এই মাছগুলো।
অনেকে এই মাছ চিনে বা না চিনে কিনে নিয়ে গেলেও বেশিরভাগ মানুষ একে ‘লাল চেউয়া’ বা ‘সাদা চেউয়া’ নামেই চিনে থাকেন। তবে এই ‘কুত্তা চেউয়া’ অন্যান্য চেউয়া মাছের তুলনায় দেখতে বেশ ভিন্ন হওয়ায় অনেকের মাঝেই রয়েছে বিভ্রান্তি। জেলেদের দাবি, এই ধরনের মাছ আগেও দেখেছি কিন্তু কুকুরে বাচ্চা যখন জম্ম হয় তখন সে বাচ্চা আর কুত্তা চেউয়ার মুখের সাদৃশ্য খুঁজে পান অনেকে সেজন্য এগুলো না খেয়ে ফেলে দিতো।
শুরুতে মানুষ এই মাছ খেতে অনীহা প্রকাশ করলেও এখন অনেকেই এটিকে ‘রাজা চেউয়া’ নামে ডেকে আনন্দের সঙ্গে কিনে নিচ্ছেন। তবে কেউ কেউ আবার মাছটি কিনে রান্নার পর ফেলে দিচ্ছেন, কারণ ছোটবেলা থেকেই অনেকে শুনে এসেছেন—এই মাছ খেলে শরীরে ব্যথা হতে পারে।
বৈদ্যেরবাজার ঘাটের মাছ ব্যবসায়ী হালিম মিয়া জানান, আমরা এখন নিজের ভালো-মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যা আগে খাওয়ার অযোগ্য বলে মনে করা হতো, এখন সেটিই হয়ে উঠছে আকর্ষণীয়—শুধু নাম পাল্টে যাওয়ার কারণে। কুত্তা চেউয়া আগে খেলে নাকি শরীর ব্যাথা করতো সে কারনে কেউ খেতো না এখন অন্য চেউয়ার চেয়ে বেশি দামে কিনে নেয়।
এ নিয়ে মাছ গবেষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে এই ‘কুত্তা চেউয়া’ এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।