নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে চাঁদার দাবিতে এক ওষধ ব্যবসায়ীকে হুমকি, ভাঙচুর ও কুপিয়ে মারাত্মকভাবে জখমের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার তালতলা পুলিশ ফাঁড়িতে আহত শাহ আলম নিজে বাদী হয়ে জামপুর পাকুন্দা এলাকার মৃত আফাজউদ্দিনের ছেলে আছাল উদ্দিন (৩৮) ও আশরাফ (৪০), আশরাফের ছেলে ফারুক (২৫), শাহজাহানের ছেলে রহিম (৩০), মৃত তোতা মিয়ার ছেলে লিমন ও (২৫) ইমন (২০) সহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় চাঁদা না পেয়ে হুমকি দিয়ে আসছিল আছাল বাহিনী। ১৫ দিন আগে আমাকে তুলে নিয়ে মারধর ও জিম্মি করে ৩টি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। পরবর্তী সময়ে গতকাল (বুধবার) আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দাবিকৃত ৪ লাখ টাকা চাঁদা না পেয়ে আমাকে দেশীয় অস্ত্র চাপাতি, কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে চাঁদা না পেলে সুযোগ মতো পরবর্তী সময়ে পেলে পরিবারসহ হত্যা ও গুমের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
তালতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফরমান আলী বলেন, আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর করা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে এসেছি। আসামিরা সবাই পলাতক, তাদেরকে দ্রুত তদন্ত পূর্বক আইনের আওতায় আনার চেষ্টা চলমান।