নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাবাহিনীর বর্বর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁও মহিলা কলেজ ছাত্রদল এক প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।
সোমবার (তারিখ উল্লেখ করুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সোনারগাঁও মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি সুমাইয়া সাদিয়া মীম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদিকা শামিয়া জামান।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন মানবতার চরম লঙ্ঘন। তারা এর বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বাংলাদেশ থেকে ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন।