নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্প এলাকায় বাসচাপায় রুমা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-১৩১২) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রুমা চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী এবং কাঁচপুর সোনাপুর এলাকার ভাড়াটিয়া ছিলেন। তিনি প্রাণ কোম্পানিতে কাজ করতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।