সোনারগাঁয়ে লিজেন্ড কাপ ক্রিকেট টূর্ণামেন্টে সোনারগাঁও পৌরসভা লিজেন্ড ইউনিটি চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার দুপুরে সোনারগাঁও ক্রিকেট স্টেডিয়ামে টুনামেন্টের গ্র্যান্ড ফাইনালে ঈশাখাঁ একাদশ ক্লাব বনাম সোনারগাঁও পৌরসভা লিজেন্ড ইউনিটি অংশ নেন। খেলায় ঈশাখাঁ একাদশ ক্লাব প্রথমে ব্যাটিং করে ১৪৬ রান করে। জবাবে ১৪৭ রানের টার্গেটে ব্যাটিং করে সোনারগাঁও পৌরসভা লিজেন্ড ইউনিটি জয়ী হয়। ঈশাখা একাদশ ক্লাব এ টুনামেন্টের আয়োজন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান। এসময় বিএনপি ও ঈশাখাঁ একাদশ ক্লাবের নেতৃবৃন্দ এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।