নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
র্যাবের ক্রসফায়ারের নিহত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিএনপির শহীদ নেতা আলমগীর বাদশার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে জাতীয়তাবাদী তরুণ দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহযোগিতা প্রদান করা হয়।
আজ (১১ এপ্রিল) শুক্রবার বিকেলে কাঁচপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তরুণ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অনুদানটি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি মুহাম্মদ টি এইচ তোফা। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল আহম্মেদ, রূপগঞ্জ উপজেলা তরুণ দলের সভাপতি আল আমিন, জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান এবং শ্রমিক দল নেতা হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা তরুণ দলের সভাপতি আরিফ মোল্লা এবং সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, আলমগীর বাদশা ছিলেন একজন সাহসী, ত্যাগী ও দলের জন্য নিবেদিত প্রাণ নেতা। বিগত সরকার আমলে র্যাবের ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়। তার মৃত্যু দলের অপূরণীয় ক্ষতি। বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।