নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকা থেকে নিখোঁজের ৬ দিন পর মো. সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের একটি ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় মো. শামীম হোসেনের পিতা। সে ঝাউচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল (রোববার) সকাল ১০টার দিকে সিরাজুল ইসলাম নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তার খোঁজে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি।
ঘটনার পরদিনই পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি, যা পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি করে।
অবশেষে ১২ এপ্রিল (শনিবার) সকালে পিরোজপুর কান্দারগাঁও গ্রামের স্থানীয়রা মেরিখালী ব্রিজ সংলগ্ন বালুর মাঠের একটি ঝোপে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।