নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে ৯৫ পিচ ইয়াবাসহ সুমন(৩৫) নামের ১জন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের টিটির বাজার জহির মেম্বারের অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি একই ইউনিয়নের লাধুরচর মধ্যেপাড়া গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস বলেন, শনিবার দুপুরে এসআই সেলিম হোসেন এর নেতৃত্বে এএসআই ফরমান আলীর সহযোগিতায় সঙ্গীয়ফোর্স নিয়ে নোয়াগাঁও ইউনিয়নের টিটির বাজার জহির মেম্বারের অফিসের সামনে অভিযান চালিয়ে সুমন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।