কারিগরি সমস্যার কারণে বাংলাদেশে পুরোপুরি বন্ধ রয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ। শনিবার (১১ এপ্রিল) সকালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়।
এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে রোববার (১৩ এপ্রিল) থেকে দেশে লোডশেডিং বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। (তথ্যসুত্র চ্যানেল২৫)
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বয়লার টিউব লিকেজের কারণে তিন দিন আগে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরমধ্যেই শনিবার দ্বিতীয় ইউনিটেও একই সমস্যা দেখা দেয়। তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছে আদানি গ্রুপ।