নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশিল্প শ্রমিকরা। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টিপরদী এলাকায় চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক (চৈতি গ্রুপ) নামক কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী ও চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, চৈতি গ্রুপের শ্রমিকরা বৈশাখী ছুটি না দেওয়া এবং বকেয়া বেতনের দাবিতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অবস্থান নেন। পরে পুলিশ, সেনাবাহিনী এবং কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে নেন।
শ্রমিক আয়েশা বেগম বলেন, “প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা থাকলেও সেটা কোনো মাসেই সময়মতো দেওয়া হয় না।”
এ বিষয়ে চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাডমিন জিএম মিজানুর রহমান জানান, “আমরা পূর্বের সব বেতন পরিশোধ করেছি। চলতি মাসের বেতন ১৫ তারিখ দেওয়ার কথা ছিল, কিন্তু শ্রমিকরা তা না মেনে রাস্তায় নেমে আসে।”
শ্রমিকদের দাবি এবং কর্তৃপক্ষের অবস্থানের মধ্যে অসামঞ্জস্য থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।