নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে পহেলা বৈশাখ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১৫ দিনব্যাপী বৈশাখী মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে দুপুরের পর থেকে জাদুঘর ও মেলার চারপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
পহেলা বৈশাখের সকালে ফাউন্ডেশনের প্রশাসনিক ভবন থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়, যা পানাম নগরী ঘুরে ময়ূরপঙ্খী মঞ্চে এসে শেষ হয়। সেখানেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
মেলায় এবার ৬৫টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাতে তৈরি নকশীকাঁথা, মৃৎশিল্প, মাটির তৈরি হাতি-ঘোড়া, এবং বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের দোকান।
জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, তাঁরা পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন এবং মেলায় লোকজ সংস্কৃতির পরিবেশ উপভোগ করছেন। তবে এবারের বৈশাখী আয়োজন ঘিরে মানুষের মধ্যে কিছুটা শঙ্কা ও উদ্বেগ ছিল, যার প্রভাব সকালে দর্শনার্থীদের সংখ্যায় কমতি লক্ষ্য করা যায়। কিন্তু দুপুর গড়াতেই মেলা জমে ওঠে।
জাদুঘর কর্তৃপক্ষ জানান, মেলার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।