নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ড. মুহাম্মদ ইউনুসের নাম ভাঙিয়ে এবং নানা সরকারি সুবিধার প্রলোভন দেখিয়ে তিনি শতাধিক মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, পিয়ন সুমন নিজেকে কর্মকর্তার চেয়ারে বসিয়ে দাবি করেন, ‘প্রধান উপদেষ্টা’ ড. মুহাম্মদ ইউনুস প্রতিটি দরিদ্র ও অসহায় পরিবারকে নগদ দুই লাখ টাকা দিচ্ছেন। এ সুবিধা পেতে হলে প্রতিজনকে ছয় হাজার টাকা জমা দিতে হবে বলে জানান তিনি।
প্রতারণার অংশ হিসেবে সুমন আবেদনকারীদের একটি করে এসএমএস প্রদান করেন, যেখানে বলা হয় ‘আপনার একাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে’। তবে তদন্তে জানা গেছে, এসব বার্তার কোনো সত্যতা নেই, এসএমএসগুলো কোনো বৈধ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত নয়।
একটি ইউনিয়ন থেকেই সুমন প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শুধু নগদ অনুদান নয়, সরকারি ঘর, গাভী বিতরণ, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, খাদ্য সহায়তা ভাতা ইত্যাদি প্রাপ্তির আশ্বাস দিয়ে প্রতিজনের কাছ থেকে ২৫-৫০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। বিশ্বাস অর্জনের জন্য প্রথম দিকে কয়েকজনকে সামান্য অর্থ ফেরতও দেন তিনি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, একাধিক অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, “পিয়ন সুমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। সে প্রতারণায় লিপ্ত – এটা সত্য।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, “আমি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”