নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোটরসাইকেলের মালিক মো. জাহিদ হাসান (৩২), যিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন কর্মচারী।
অভিযোগকারী জাহিদ হাসান জানান, প্রতিদিনের মতো ১৬ এপ্রিল ২০২৫ তারিখ সকালবেলা তিনি তার মোটরসাইকেলটি (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-ল-৫০-০২৬০) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পার্ক করে অফিসে প্রবেশ করেন। দুপুর ১২:৪৫টার দিকে অফিসের সভা শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নেই। চুরি হওয়া মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর G3L5E0154121 এবং চেসিস নম্বর RG642002009। এর বাজারমূল্য আনুমানিক ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। অনেক খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি বলে জানান তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।