নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের তাজমহল এলাকায় বিএনপি নেতা ও ব্যবসায়ী গোলজার হোসেনকে পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বহিষ্কৃত যুবদল নেতা আশরাফ ভূঁইয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে।
ব্যবসায়ী গোলজার জানান, মাসাবো বাজারে লোহার পাত কিনতে গেলে আশরাফের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী তাদের ঘিরে ফেলে এবং গালিগালাজ করে। পরে পেরাবো এলাকায় গাড়ির গতিরোধ করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করা হয়। তবে চালকের উপস্থিত বুদ্ধিতে তারা পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনায় সোনারগাঁ থানায় বুধবার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত আশরাফ ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ঢাকায় থাকি, ঘটনা সম্পর্কে জানি না।” তবে প্রশ্নের এক পর্যায়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের হুমকিও দেন।
এর আগে আশরাফের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগ ছিল বলেও জানিয়েছে পুলিশ।