নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ অফিসের ম্যানেজার প্রকৌশলী আনোয়ার হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার চেঙ্গাইন ললাটি এলাকায় ৫০০টি বাড়ির ১ হাজার চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ৬টি খানা-ঢুলী কারখানা (মোট ১৩৫০ সিএফটি) এবং একটি মশার কয়েল কারখানার (৪০০ সিএফটি) গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে প্রায় ১২০০ ফুট ২ ইঞ্চি ডায়ামিটারের পাইপ লাইন উচ্ছেদ করা হয়।
এ সময় অবৈধভাবে পরিচালিত “মা মেটাল ফার্নিচার অ্যান্ড প্লাস্টিক” নামক একটি কারখানাকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।
অভিযানে অবৈধ গ্যাস বিতরণ লাইনের উৎসস্থল কিলিং করে বন্ধ করে দেওয়া হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, সোনারগাঁয়ে যেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে, সেখানে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালিত হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।