নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বন্দরের আলোচিত রাজনীতিবিদ ও বন্দর উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দায়েরকৃত সিদ্ধিরগঞ্জ থানার দুটি ও ফতুল্লা থানার একটি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া মাকসুদ হোসেন উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ রাতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বন্দরের চাঁপাতলী এলাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলেও জামিনে মুক্তির খবরে তার সমর্থক ও অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জামিনের পর তিনি শিগগিরই রাজনীতিতে সক্রিয়ভাবে মাঠে নামবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।