নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম আবু ইউসুফ মেহেদী (২৩)।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বিএনপির মোগরাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত মেহেদী একই ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আতাউর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।