নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগ জানিয়ে তার পক্ষ থেকে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে মুঠোফোনে এ তথ্য জানান ভুক্তভোগী আল মুজাহিদ মল্লিক এর একান্ত সচিব আব্দুর রহিম। তিনি বলেন, স্বৈরশাসকের দোসররা আল মুজাহিদ মল্লিক এর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে আইডি খুলে তার এবং বিএনপি নেতাকর্মীদের নামে অসত্য ও মানহানিকর তথ্য প্রকাশ করে অপপ্রচার চালিয়ে আসছে। আমরা এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেইসঙ্গে আইসিটি আইনে আমাদের মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, সোনারগাঁ উপজেলা বিএনপির ১নং সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক এর কোনো ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট বা পেজ নাই।
এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।