নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল ২০২৫) চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের মেঘনা টোলপ্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্ট সংলগ্ন পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানা পুলিশের একটি বিশেষ দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন— মোসা. সীমা আক্তার (৩৫), পিতা: মৃত রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাড়া এলাকার গলাচিপা কলেজ রোড, হোল্ডিং নং ৪৩৫, ওয়ার্ড নং ১৭-এর জনি নামক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া।
এ ঘটনায় সোনারগাঁ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ১৯/০৪/২০২৫) রুজু করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।