নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের নোয়াদ্দা এলাকার সোনিয়া আক্তার বিয়ের ফাঁদে পড়ে চরম প্রতারণার শিকার হয়েছেন। তিনি রাউতগাঁও এলাকার মো. শরিফুল ইসলামের মেয়ে।
সোনিয়া জানান, আড়াইহাজার উপজেলার ভাটি গোবিন্দপুরের মো. ইমন (২১) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। বিয়ের পাঁচদিন পর ইমন বিশেষ কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে নিজ এলাকায় ফিরে গিয়ে আরেকটি বিয়ে করেন।
বিষয়টি জানতে পেরে সোনিয়া ইমনের বাড়িতে গেলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরে তাকে বাড়িতে ফেরত পাঠানো হয়। এরপর ইমন ৫০ হাজার টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় সোনিয়ার বিরুদ্ধে নারায়ণগঞ্জ কোর্টে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে।
সোনিয়া আক্তার বর্তমানে নারী নির্যাতনের মামলা করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। তিনি জানান, “আমি স্ত্রীর অধিকার চাই, চাই স্বাধীনভাবে বাঁচতে।”