সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে মো: রেদোয়ান অনিক (২৬) নামের এক তরুন চিকিৎক আত্মহত্যা করেছেন।
আজ (২২ এপ্রিল) মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার ভবনাথপুর এলাকায় নিজ বাড়িতে সে কীটনাশক পান করে আত্ন হত্যা করেন।
চিকিৎসক রেদোয়ান অনিক ভবনাথপুরের আশেক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে অনিক পারিবারিক কলহের জেরে রাতের কোন এক সময় কিটনাশক পান করলে তাকে উদ্ধার’ করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার রাত ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোনারগাঁয়ে উপ-পরিদর্শক (ওসি তদন্ত)রাশেদুল ইসলাম খাঁন বলেন,’পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’।